Sreemangal, Maulvibazar
School Code: 129783
১৯৬৯ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে সরকারিকরণ করা হয়। ৪৬ জন শিক্ষকের পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রায় ৬০০০ হাজার ছাত্র-ছাত্রীকে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) পর্যায়ে শিক্ষাদান করছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করাই আমাদের লক্ষ্য। বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে অত্যন্ত যোগ্য ও দক্ষ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদয্াপন উপলক্ষে এ কলেজের কৃতী ছাত্র শিমুল আচার্য্য জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। একই সংগে কলেজের ২২ জন শিক্ষার্থী উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিগত ৪৭ বছরে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী স্নাতক ডিগ্রী অর্জন করে সমাজের ও রাষ্ট্রের অনেক উচ্চ স্তরে কর্মরত আছেন।